বুধবার, ১৪ জুন, ২০২৩

কবিতায় বর্তমান সময় —১০ ।। পঞ্চায়েত ২০২৩ — পার্থ বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






কবিতায় বর্তমান সময় —১০


 পঞ্চায়েত ২০২৩

পার্থ বন্দ্যোপাধ্যায়


মেধার শরীর রোদে পুড়ছে

জলে ভিজছে

মেধার শরীর শুকিয়ে যাচ্ছে

গ্রীষ্মে-শীতে নির্মম হাওয়ায়

মেধার চোখের কোণে কালি জমেছে

অজীর্ণে, দুশ্চিন্তায়

ছলনাময়ী সুদিনের আশায় --

আর যারা এর জন্য দায়ী

তথাকথিত সামাজিক ন্যায়ের ধ্বজাধারী

তাদের ফাঁপা বুলি, প্রতিশ্রুতি

মাঠে ময়দানে জড়ো করছে

মেধাহীন ও মধ্যমেধার ভিড়


দুর্ভেদ্য নীল-শাদা তাঁবু

আর রঙিন সামিয়ানায়

সেজে উঠেছে সার্কাসের মাঠ

নিরাপত্তা বলয়ের সমারোহে

কত শত সান্ত্রীর কুচকাওয়াজ

এইসব মোচ্ছব ঘিরে ঘুরে বেড়াচ্ছে 

অজস্র উৎসুক চোখ

রুখশুখু, দারিদ্র্যে নির্জিত

অথবা কিছু কিছু নিতান্তই সুযোগসন্ধানী

যদিও তাদের কপালে

অযত্নে নিক্ষিপ্ত কিছু উচ্ছিষ্ট প্রসাদ

বরাদ্দ রুটির টুকরো 

ডিম-ভাত, ভাগাড়ের হাড়


এরই মাঝে ঘোষিত হয়

নির্বাচনের দিনক্ষণ বহু প্রতীক্ষিত

এরই মাঝে ভোরবেলা অতর্কিতে মেলে

নয়ানজুলির জলে অর্ধশায়িত 

লাঞ্ছিত যুবতীর বেআব্রু লাশ।...




1 টি মন্তব্য: