মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

 




কবিতায় বর্তমান সময় -৯


গতি

শান্তনু ঘোষ 


গতিময় পৃথিবী, গতিময় জীবনকে 
রঙে রঙে রঙিন যদি কেউ করে রাখে 
                সে গাছ
           
                               

আজকের দিনে যাকে থ্যাংকস না জানালেই নয়

গাছের বিকল্প কেউ নেই পরিবেশ রক্ষায় , বুক ভরে নিই নিঃশ্বাস,
জুড়ায় এ প্রাণ....



এখন হাতছানি -পিছুটান গভীর হচ্ছে, নিবিড়

আর আমাদের বলাগড়ের সবুজ দ্বীপের মাটিতে
প্রকট হয়ে উঠছে গল্পে গল্পে গাছের নিচে ঘর বাঁধার স্বপ্ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন