মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

বাঙালির নববর্ষ - ৫ ।। পূর্ণ অনুভব — পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 






বাঙালির নববর্ষ - ৫



পূর্ণ অনুভব

পুষ্প সাঁতরা

ভোরের আলো বলল আজ, পয়লা বৈশাখ
ভোজের মেনুর বদল মুন্সীয়ানা বিলাসী জাঁক।
চিঠি পত্র উধাও এখন মুখবই মেলে সারে
তৃপ্তি বলে হ্যালো হাই সম্পর্কের দুরত্ব বাড়ে।
একদিন সব চেনা ছিল পরিবারের বাঁধন
আলোছায়ায় গাঁথা বুনন ব্যথা অগনন।
শুভেচ্ছাটা কেনা মুখোশ সৌজন্য টা অন্য
আক্ষেপ আর উপেক্ষায় ভালবাসা নগন্য।
ফ্ল্যাট বাড়ির বৈভব বাস মোহ আকর্ষণ।
নববর্ষের উঠোন সাজায় স্নেহময়ী অন্তরন।
পরিবার এখন দুই তিনে সুখী বসত বাস
গ্রামে থাকে বাবা মা বাতাস অমলতাস।
সাজ পোষাক গন্ধ বর্ণ আশার উৎসব
চাপ কেটে শান্তি আসুক মনে পূর্ণ অনুভব
নতুন করে শুরু  সৌম্য সুপ্রতিম হর্ষ
যে যার মত বরণ করে আনন্দ নববর্ষ।

1 টি মন্তব্য: