সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

বাঙালির নববর্ষ —৪ ।। আনন্দমেঘ ভেসে বেড়ায় — দেবাশীষ মুখোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বাঙালির নববর্ষ —৪




আনন্দমেঘ ভেসে বেড়ায়

 দেবাশীষ মুখোপাধ্যায়



টুকরো টুকরো মেঘগুলো সরে আকাশ নির্মল।
নতুন মুহূর্ত রচিত হয়ে চলেছে আগামীর।
হাসি ।
আনন্দ।
কিছু সুরেলা গোলাপ।
আজ রজনীগন্ধায় প্রেমের জারণ।
নতুন দিনগুলো আলোর মালা মেখে আসার প্রতিশ্রুতিতে।

আগামীর পথ সার সত্যটা জানে ।
বোঝে , আনন্দই পরম সত্য।
শাশ্বত।
একটা খুশির বাতাস বয় এঘরে ওঘরে।
দিনগুলো মুচকি হেসে দাঁড়িয়ে।

বিবর্ণ মলিনতার খোলশ মুক্ত হলে 
আলোর অভিঘাতে এগিয়ে চলতে থাকে সময়।
সুখের প্রজাপতি সারা ঘর জুড়ে।
কোকিলের বসন্ত সুর সারা হৃদয় জুড়ে।
সকালের সূর্য বাড়ির উঠোনে নেমে খেলে যায় আপন মনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন