রবিবার, ২ এপ্রিল, ২০২৩

বাঙালির নববর্ষ —৩ ।। পয়লা বৈশাখের কবিতা — সমাজ বসু।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





বাঙালির নববর্ষ —৩



পয়লা বৈশাখের কবিতা

সমাজ বসু


যথারীতি কয়েকজোড়া বারুইপুর লোকাল চলবে ---
দু একটাকার সুর ভাঁজবে পুরনো হারমোনিয়ামের অন্ধ মানুষটি। একে একে ভীড় ঠেলে নেমে আসবে 
ওয়াশিংমেশিন আর---
বাতাসে ভেসে থাকা মিহি কোলাহল ও সাজপোশাকের গন্ধেও
ভ্যানরিকশায় গড়িয়ে যাবে রোদপোড়া আনাজপাতি।
এভাবেই কিছু মানুষ নিজের মতই বাজতে বাজতে ---
ঠোঁটের ওপর ঝুলিয়ে দেবে আলাপ-হাসি এবং
কালীঘাটে বিকোবে দেদার জবাফুলের মালা---
তারপর ছাদ থেকে জেদি রোদ পালালেই
ঠান্ডাপানীয়তে চুমুক দেবে সোনার দোকানগুলো।

এইসব দৃশ্য নোটবুকে লিখে রাখলেই,পয়লা বৈশাখের কবিতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন