বাঙালির নববর্ষ -৬
নববর্ষ
বিদ্যুৎ মিশ্র
১.
জাগলো মনে পুলক নতুন মাতছে সবাই হর্ষে
শাঁখ বাজে আলপনা দেয় দেখছি নববর্ষে।
রঙিন আলো ঝলমলে
কাপড় পরে মখমলে ।
নাচছে খোকন তাই তো দেখি বাদ্যি বাজায় জোরসে।
২.
নতুন রূপে নতুন রঙে সামিয়ানা পাতা
রঙিন চমক করছে পরখ সাজল কলকাতা।
কারনটা কী জানতে গেলুম
পাকা আমি খবর পেলুম।
নতুন বছর আসলো ফিরে বৈশাখের হালখাতা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন