বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

উন্মুক্ত কবিতাগুচ্ছ —৬ ।। মে মাসের কবিতা — ফটিক চৌধুরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


উন্মুক্ত কবিতাগুচ্ছ —৬


মে মাসের কবিতা

ফটিক চৌধুরী


১. 
মে দিবস 

একটা পদ্ধতির পেছনে থাকে ইতিহাস
ইতিহাসের পাতা উল্টে পাই
এক দীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের ইতিহাস
পয়লা মে স্বীকৃতি পেয়েছে ঠিক
আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে
এর বিনিময়ে গেছে বেশকিছু প্রাণ
শিকাগোর হে মার্কেটের গণহত্যায় শহীদ
দৈনিক আট ঘণ্টা কাজের দাবি
সেই সুবিধা আজ আমরা উপভোগ করছি
কতটুকু মনে রেখেছি তাদের 
মে দিবসের ইতিহাস কে আর মনে রাখে ?



২.
 ২রা মে

এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের
মধ্যে দুস্তর ব্যবধান
ব্যবধান এক শতাব্দী থেকে অন্য শতাব্দীর
শিল্পের কোনও প্রজন্ম, কোনও ব্যবধান হয় না
তাই "পথের পাঁচালী" আজও শাশ্বত।
চলচ্চিত্রে সাহিত্যে শিল্পে তোমার যা অবদান
তোমার নিবিড় ছায়ায় আমরা পাই শান্তি
জন্মদিনে তোমায় আজ স্মরণ করি শ্রদ্ধায়।


৩. 
উনিশে মে

একদল বুনোহাঁস উড়ে যাচ্ছে মনের সুখে
ঠোঁটে ও ডানায় ভাসে তাদের নিজস্ব ভাষা
তাদের উড়ানে আছে স্বাচ্ছন্দ্য
বরাক উপত্যকায় উনিশে মে বাধাপ্রাপ্ত হয়েছিল
নির্বিচার গুলিবর্ষণে গিয়েছিল তেরোটি তাজা প্রাণ
ওপারে ঢাকায় এপারে শিলচরে
কান্নার আদ্রতায় ঝাপসা হয়ে আসে চোখ
ঝাপসা হয়ে আসে ভাষা।




৪.
পঁচিশে মে

কবি যদি 
কথা না বলে, হয়ে যায় নির্বাক
কবি যদি হয়ে যায় দেশান্তরী
তখন কি দেখতে পাও চুরুলিয়ার কান্না ?
অনেক লড়াই আছে তার জীবনে
অনেক বাঁকবদল, তবুও তাঁর ছিল উন্নত শির
ছিল কবিতায় লন্ডভন্ড করে দেওয়ার প্রয়াস
জাতের নামে বজ্জাতি চান নি তিনি 
পঁচিশে মে তার জন্মদিনে তাঁকে স্মরণ করে
কতটুকুই বা ঋণ পরিশোধ করতে পারি ?

1 টি মন্তব্য:

  1. প্রতিটি কবিতাই খুব সুন্দর। শ্রমিকদের সংগ্ৰাম থেকে শুরু এবং কবিকে স্মরণ করে শেষ হয় কবিতাগুলি। খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন