রবিবারের পাতা
দাহন
জয়ন্ত চট্টোপাধ্যায়
খড়পালুইয়ের দিব্যি বলছি যে আগুনে তুমি পোড়
সে আগুন আমাকে পোড়ায় না
তোমার পোড়ার ভেতর মাতালের হোঁচট খাওয়ার সুখ আর
পাইথনের সানন্দ আগ্রাস
আমার আছে কুটিল মুনিমের ভুল হিসেবের ছুরি বা
চন্দ্রবোড়ার মতো বিরক্তিকর 'ছাড়ি কি ধরি'-র টান
সজনে ফুলের দিব্যি,আম বকুলের দিব্যি ওগো খড়পালুই
আমি তোমার মতো পুড়তে চাই,আগড়ার মতো নয়,নাড়ার মতো নয়
তোমার মতো,ঠিক তোমারই মতো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন