রবিবার, ৫ মার্চ, ২০২৩

অণুগল্পে বসন্ত -৬ ।। প্রথম বসন্ত উৎসব — বিশ্বজিৎ রায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





অণুগল্পে বসন্ত -৬



প্রথম বসন্ত উৎসব   

বিশ্বজিৎ রায়



ব্যালকনিতে ভেজা জামাকাপড় মেলতে এসে সৌমি নিচের রাস্তায় দেখল একদল তরুণ তরুণী সারা গায়ে রঙ মেখে হুল্লোড় করতে করতে চলেছে।  ওদের দেখেই সিনেমার ফ্ল্যাশব্যাকের মত যেন   ছ'বছর আগের একটা দিন সামনে চলে এলো সৌমির।  সেদিনটাও ছিল  এমন দোলপূর্ণিমার দিন । সৌমির জীবনের প্রথম বসন্ত উৎসব। 

সৌমির ' ডাস্ট অ্যালার্জি' আছে ছোটবেলা থেকে । তার ওপর সে বছর  ফাইনাল পরীক্ষা ছিল বলে মায়ের কড়া নির্দেশ ছিল রঙ না খেলার। কিন্তু, এদিকে   অনীক তো ছাড়বার পাত্র নয়। সেতো রঙ খেলবেই ওর প্রাণের সৌমির সঙ্গে।  অগত্যা, একটা উপায় বার করেছিল দুজনে মিলে কলেজ ক্যান্টিনে বসে। 
সেই উপায় অনুযায়ী সৌমি সেদিন একটা ছোট রেকাবিতে সামান্য একটু আবির  নিয়ে বাড়ির সবার চোখ এড়িয়ে  চুপিচুপি   এসে দাঁড়িয়েছিল ব্যালকনিতে।  ঠিক সকাল দশটায়।    কথামতো অনীকও  এসে দাঁড়িয়েছিল সেইসময়  শম্ভুদার দোকানের আড়ালে বাইক নিয়ে। 
ঘড়িতে ঠিক দশটা বাজতেই  অনীকের ইচ্ছা  অনুযায়ী আবিরে আঙুল ছুঁয়ে নিজের কপালে  একটা টিপ পরেছিল সৌমি । আর,  বাকিটা ছুঁড়ে  দিয়েছিল হাওয়ায় অনীককে লক্ষ্য করে ।আর, অনীকও একমুঠো আবির হাওয়ায় উড়িয়ে দিয়েছিল সৌমিকে লক্ষ্য করে। ওই একমুহূর্তের চিত্রনাট্যের মধ্য দিয়ে   সৌমি সেদিন পালন করেছিল জীবনের প্রথম বসন্ত উৎসব। 
তারপর,  গত ছ বছরে অনেক জল গড়িয়ে গেছে গঙ্গা দিয়ে। সেই রোমান্টিক অনীক এখন  বিদেশে।  আর, সৌমি রঙহীন জীবন কাটাচ্ছে প্রতিটা বসন্ত উৎসবে। 
হঠাৎ মায়ের ডাকে চমক ভাঙলো সৌমির --- " বুড়ি, দ্যাখতো একটা ফোন এসেছে কার  তোর ফোনে, একটা অচেনা নম্বর থেকে..."

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন