বুধবার, ২২ মার্চ, ২০২৩

লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সদ্যপ্রয়াত সন্দীপ দত্ত :শ্রদ্ধা ও স্মরণে ।। গদ্য ও পদ্যে শ্রদ্ধাঞ্জলি —২ ।। শ্রদ্ধাঞ্জলি : সন্দীপ দত্ত — অমিত কাশ‍্যপ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সদ্যপ্রয়াত সন্দীপ দত্ত :শ্রদ্ধা ও স্মরণে 




গদ্য ও পদ্যে শ্রদ্ধাঞ্জলি —২




শ্রদ্ধাঞ্জলি : সন্দীপ দত্ত 

অমিত কাশ‍্যপ


সে এক অদ্ভুত বিবর্ণ অধ‍্যায়

ময়দান ঘিরে আছে বইমেলায়

উন্মাদনায় ভেঙে আসছে নানান প্রান্তের মানুষ 

দেখছেন, অজস্র ভিড়ে হারিয়ে চিনছেন পুরোন বন্ধু

এক আশ্চর্য মানুষ, অদ্ভুত তাঁর শিরস্ত্রাণ

সন্দীপ দত্ত লিটল ম‍্যাগাজিনের সম্রাট 


কখনো মেলা পরিভ্রমণ, কখনো স্টল আঁকড়ে 

দেখছেন, আলাপ সারছেন, গুছিয়ে উঠছেন পত্রিকা 

সবসময় ঘিরে আছেন প্রিয়মানুষটি

চটজলদি কত পত্রিকার নাম, সাল, বিবরণ 

স্মৃতি কি এমনই হয়, এমন প্রখর, এমন দ্রুত 


কখন যেন কাছের মানুষ, দাঁড়িয়েছি সামনে 

কি অনেক দিন পর, নতুন কিছু বেরল

নানান আলাপচারিতায় সময় গড়িয়ে যায় 

পরক্ষণেই অমুক দিন অনুষ্ঠান, এসো, মনে করে 

ট‍্যামার লেনের সেই মানুষটি আর ডাকবেন না

1 টি মন্তব্য: