লেবেল

রবিবার, ১২ মার্চ, ২০২৩

অণুগল্পে বসন্ত —১৩।। শোধের অঙ্ক — দীপক বেরা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



অণুগল্পে বসন্ত —১৩



শোধের অঙ্ক 
দীপক বেরা 

এপাড়ায় ওপাড়ায় আজ একটাই রোল ভেসে বেড়াচ্ছে,.. "হোলি হ্যায়"... ! হোলি খেলতে খেলতে  ছেলেদের একটা দল রঞ্জিতার বাড়ির দিকেই আসছে। বলতে বলতেই, 'মাসিমা.. আ'.. বলে হাঁক দিতে দিতে আবির একেবারে সোজা রান্না ঘরে হাজির। আবির এই পাড়ারই ছেলে। খুব ভালো ছেলে। কাজে, অকাজে, যেকোনও বিপদে আপদে আবির সবসময় ঝাঁপিয়ে পড়ে সবার বাড়িতে। আবির মাসিমার পায়ে আবির দিয়ে প্রণাম করতে করতে জিজ্ঞেস করে, "মাসিমা, রঞ্জু কোথায়"? মাসিমা বলেন, "আজকের দিনে সে কি আর বাইরে থাকে, বাবা? দেখো গিয়ে দরজায় খিল দিয়ে বসে আছে"। রঞ্জু.. উ,...দরজা খোলা রঞ্জু, বলে আবির রঞ্জুর বন্ধ ঘরের দরজায় কড়া নাড়ে। রঞ্জু কিছুতেই আর দরজা খোলে না। শেষ পর্যন্ত আবির ঘরের বাইরে গিয়ে পাঁচিলে উঠে জানলা দিয়ে রঞ্জুকে দরজা খুলতে বলে। রঞ্জু বলে, "না খুলব না, কিছুতেই খুলব না, জানি তুমি আমায় রঙ মাখিয়ে ভূত করে দেবে"। তারপর হঠাৎ বলে, "আবির দা, এই যে হাত বাড়িয়েছি, আমার হাতে রঙ মাখাও"। আবির যেই রঞ্জুর হাতটা ধরতে গেছে, অমনি আবিরের মুখে ভুষো কালি মাখিয়ে দিয়ে রঞ্জু খিল খিল করে হেসে ঘরের কোণে লুকিয়ে যায়। আচ্ছা! দরজাটা খোলো, দেখাচ্ছি মজা! কিন্তু রঞ্জু কিছুতেই দরজা খুলল না। অগত্যা, মনমরা আবির সেদিন বাধ্য হয়েই ফিরে গেল নিজেদের দলের সাথে। 
সম্পর্কের নড়বড়ে সেতুটা আবির কিছুতেই যেন আর পেরোতে পারছে না! রঙ থেকে যায় তার হাতে, রঙ থেকে যায় তার মনে। 


                 রঞ্জু এখন ডিভোর্সি। বাড়ির বাইরে খুব একটা আর বেরোয় না। প্রতি বছরের মতো আজ দোলের দিনে আবির মাসিমার পায়ে আবির দিয়ে প্রণাম করল। রঞ্জু ছাদে আছে শুনে আবির ছাদে গেল। গিয়ে দেখে এক ঢাল কালো চুল পিঠে এলিয়ে দিয়ে রঞ্জু দূরের আকাশের পানে চেয়ে আছে। আবির পা টিপে টিপে রঞ্জুর কাছে যায়। তারপর সজোরে জড়িয়ে ধরে রঞ্জুর মুখে রঙ মাখিয়ে মাখিয়ে রঞ্জুকে আজ একেবারে রঙে রঙে রঙিন করে দিল। 
"এ কী করলে আবির দা"! চিৎকার করে ওঠে রঞ্জু"। 
আবির বলে, "এই বসন্তে তোমাকে রঙিন করব বলে অপেক্ষায় ছিলাম রঞ্জু! মনে পড়ে, সেই কয়েক বছর আগের কথা? সেই ভুষো কালির  শোধ নিলাম আজ"। 
(আবির + রঞ্জিতা), ওদের এই দীর্ঘ অমীমাংসিত শোধের অঙ্কটা আজ মিলেমিশে একাকার হয়ে গেল! 

২টি মন্তব্য:

  1. খুব সুন্দর হয়েছে আপনার অণুগল্পটি।পাঠে মুগ্ধ হলাম।

    উত্তরমুছুন
  2. আন্তরিক ভালোবাসা ও অশেষ ধন্যবাদ জানাই আপনাকে। ভালো থাকবেন, শুভ সকাল। ❤️🙏

    উত্তরমুছুন