আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১৬
একুশে
সুজিত রেজ
আজ বাংলা ভাষার নবান্ন
আজ বাংলা ভাষা পরমান্ন
আজ বাংলা ভাষা নদী
সাবলীল স্বতঃস্ফূর্ত তার গতি
আজ বাংলা ভাষা সমুদ্র
সৈকত জুড়ে প্রফুল্লিত রৌদ্র
কাল — কাল থেকে কী
ওকে ছুঁয়ো না ছুঁয়ো না, ছিঃ
ও যে চণ্ডালিনীর ঝি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন