আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১৫
নিজের ভাষা
জয়ন্ত চট্টোপাধ্যায়
শুধু কান পেতে শোনো,বুকের গভীরে শোনো
অচেনা যদিও লাগে বুঝে নেবো কথার পড়নে।
রাঢ় বাংলার বাঁকড়ি,মানভুঁইয়া,কয়লাভূম আর
সুবর্ণরৈখিকে কত মিল,অমিলেও অদ্ভুত সুখ।
বনগাঁ লোকালের আলাপন আর উপত্যকা অসম
একসুরে বাঁধা,দু-পার বাংলার কথা-ফুলঝুরি।
অতীত ভৌগোলিকে এপারের খুলনা-যশোর আর
ওপারের ঢাকা বরিশাল পাবনা রংপুরে কত মিল।
কেবল কথার সিলেট আর চাটগাঁয়ে হাবুডুবু খাই
তবু তা মধুর,কত যে মধুর আত্মীয়সুখ জাগা বুক।
কখনো ভাবিনি তো বিজাতীয়,ধার করে আনা
এরা সব আমাদের প্রাণের আরাম প্রিয় মায়ের ভাষা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন