প্রকৃতি -ই সুর সংখ্যা -১৫
স্মৃতি শেখর মিত্র
১.
প্রকৃতির সাথে, প্রকৃতির মাঝে
ভাঙ্গা পাঁচিলকে ঘিরে আমার স্বপ্নগুলি জেগে ওঠে।
সাড়া দেয় এক এক করে নিম,বাবলা আর
কাঁটা ঝোপের শরীর। হাতছানি দেয় আমাকে
" আয়! এসে বোস আমাদের পাশে, তোর সঙ্গে
কিছুটা আলাপ জমাই.. কতকাল দেখিনি তোকে।
তোর সান্নিধ্যে আমাদের যে বড় ভালো
লাগে। এভাবেই প্রকৃতির আশ্রয়ে মিলে মিশে
যাওয়া। মায়ের হাতে লাগানো লাউ মাচার কথা
আজও মনে পড়ে।
২.
হারিয়ে যাওয়া
একদিন এখানে অনেক পাখি ছিল
চড়ুই, শালিক, বুলবুলি, মাছরাঙা,বক
কোথায় যেন তারা হারিয়ে গেছে।
আমি সারা দিনমান ওদের আশায় বসে থাকি।
যেসব পায়রাগুলি একদিন সারা উঠান জুড়ে
বক বক , বাকুম বাকুম করে খাবার খুঁটে খেত
তারাও আজ কোথায় হারিয়ে গেছে!
ভাঙ্গা পাঁচিলের পাশে পোড়ো বাড়িতে সারাক্ষণই বাদুড়ের বাস।
মাঝে মাঝে খরিশের ছানা ইঁদুরের গর্ত থেকে উঁকি মারে।
মাঝরাতে শিমুল গাছের ডাল থেকে হুতুম প্যাঁচার আর্তনাদ শোনা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন