শনিবার, ১৪ মে, ২০২২

শুধু কবিতায়....সুকান্ত স্মরণে শ্রদ্ধাঞ্জলি।। বিকাশ দাস।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





সুকান্ত স্মরণে শ্রদ্ধাঞ্জলি 

বিকাশ দাস 




তোমাকে সুকান্ত


পথে পথে নির্ভীক মিছিল। অঙ্গে  অঙ্গে অঙ্গীকার  

শব্দের বাতি  ঘরে বাইরে আলোকিত অন্ধকার। 

শব্দ-শিকল সংগ্রাম শোণিত। সঙ্গতির ঝনৎকার।  

রক্ত সাক্ষরে রণরণিত কাব্য। প্রশান্তির অখণ্ড ধাম। 

স্বদেশ বনাম সুকান্ত। স্বনাম ধন্য স্বতন্ত্র একটি নাম ।   

চুলোয় যাক অমরত্ব। প্রেম সত্যের ক্ষুধার্তে মরতে   

জড়িয়ে মৃত্যুঞ্জয়ী একতাবদ্ধ পাঁজরে অস্থির সলতে 

নিরন্ন নিভৃত নিঃশ্বাসে আমরা পারি নিস্তব্ধে জ্বলতে।  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন