সুকান্ত স্মরণে শ্রদ্ধাঞ্জলি
বিকাশ দাস
তোমাকে সুকান্ত
পথে পথে নির্ভীক মিছিল। অঙ্গে অঙ্গে অঙ্গীকার
শব্দের বাতি ঘরে বাইরে আলোকিত অন্ধকার।
শব্দ-শিকল সংগ্রাম শোণিত। সঙ্গতির ঝনৎকার।
রক্ত সাক্ষরে রণরণিত কাব্য। প্রশান্তির অখণ্ড ধাম।
স্বদেশ বনাম সুকান্ত। স্বনাম ধন্য স্বতন্ত্র একটি নাম ।
চুলোয় যাক অমরত্ব। প্রেম সত্যের ক্ষুধার্তে মরতে
জড়িয়ে মৃত্যুঞ্জয়ী একতাবদ্ধ পাঁজরে অস্থির সলতে
নিরন্ন নিভৃত নিঃশ্বাসে আমরা পারি নিস্তব্ধে জ্বলতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন