শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -৩।। দুর্গাদাস মিদ্যা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



যুদ্ধ বিরোধী কবিতা -৩

দুর্গাদাস     মিদ্যা




যুদ্ধবাজ

 

       

এই তো সেদিন ও আকাশ কত নীল ছিল

ছিল পাখিদের উড়ানের দাপট, 

প্রাণভরে গাইছিল গান আপন খেয়ালে। 

 সকালের তাজা রোদ বাধা ভেঙে

 পড়েছিল এসে উঠোনে আমার। খোলা

  জানালায় মৃদু মন্দ বসন্তের বাতাস

  বয়ে এনেছিল  যৌবনের প্রাণভরা উচ্ছ্বাস। 

 

কোথা থেকে এল এক যুদ্ধবাজ

 প্রাণঘাতী যুদ্ধের দামামায় তছনছ

 করে দিল কত সাজানো শহর। 

 নিরীহ কত মানুষের প্রাণ অকালে

 ঝরে গেল অকারণে দানবীয় আক্রমণে। 

 নীল নয় আকাশ এখন ছেয়েছে কালো ধোঁয়ায়

যুদ্ধ বাজের নৃশংসতায়।

শ্বাসরুদ্ধ পৃথিবীর বুকে ক্ষত চিহ্ন রেখে যায় যুদ্ধবাজ।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন