শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৩৫।। অলোক চট্টোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বসন্ত এসে গেছে -৩৫

অলোক চট্টোপাধ্যায় 




বাসন্তীকা 



         ঝিম ধরেছে নেশায়

এখন কি আসে যায়      কে কি ভাবল মনে।

         ভালোবাসার ভিটে

পদ্ম   পাতায় জলের ছিটে  হারাই বিস্মরণে।

         সময় এল আবার

বুঝি   সবকিছু হারাবার,  ফিরে আবার পাওয়া, 

          রঙ লাগালো বনে

শিমুল  পলাশে রঙ্গণে -  মাতাল দখিন হাওয়া।

আমার রোজনামচার খাতার

যত      শূন্য সাদা পাতা   হঠাৎ স্বপ্ন রঙিন।

            ঝিম ধরেছে নেশায়

প্রানে    অভ্র আবীর মেশায়  আমার বসন্ত দিন।










২টি মন্তব্য: