বসন্ত এসে গেছে -৩৪
মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া
নিষেক
তুমি নীচু হয়ে কুড়িয়ে নিচ্ছিলে
ডালপাতাসুদ্ধু যে আর্তনাদ
হাওয়ার মুখে মুখে ফিরে ঘনিয়ে এল
দুঃখের মতনই গোপন শিহরণ
ঝড় এল শালফুল টিলায় আর
লালচে বাদাম পাতারা কষ্ট কষ্ট বলে নেমে এল দ্রুত
ঈগলের ঠোঁটের মত বাঁকানো রাত্তিরের ফাঁকে
ধুলোজ্বরে নেশা হয় এত!
আরও বেশি শুশ্রূষা চাই আমার..
আরও বেশি অপ্রয়োজন
আকাঙ্খার পা গড়িয়ে নামছে বুনো অন্ধকার
ভেজা জড়িয়ে ধরছে নৌকোর দীঘল
শঙ্খলাগা শরীর থেকে সোঁদা গন্ধ উঠে উঠে আসে
পাতার নীচে ফেঁপে ওঠা বীজ আর খোলসের পাশে
ঘুমিয়ে পড়েছে নিরিবিলি সাপ এইবার
বসন্তের বৃতি ও কেশর মাড়িয়ে
ফিরে যাচ্ছে আপেল বাগান
প্রতিবেশী জানলা থেকে সামান্যই দূরে
বনমর্মরে্র পৃষ্ঠা পার হয়ে এলাম
এইমাত্র আমরা দুজন...
খুব সুন্দর লিখেছেন কবি। অনন্য সৃজন।
উত্তরমুছুনভালো লাগলো।
উত্তরমুছুনঅনবদ্য একটি কবিতা। খুব ভাল লাগল।
উত্তরমুছুন