বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -২।। হীরক বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




যুদ্ধ বিরোধী কবিতা -২

হীরক বন্দ্যোপাধ্যায়



যুদ্ধ নয় ...


এইতো মহামারি হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ পুড়ে ছাই

মন্ত্রমুগ্ধ, স্বপ্নমুগ্ধ হয়ে ঢলে পড়ল মৃত্যুর কোলে

আবার যুদ্ধ, আর যুদ্ধ নয় এবার শান্তি চায়

এবার আর কথার কথা নয়

কে কাকে সমর্থন দেবে,কার কত  ক্ষেপনাস্ত্র

বিক্রি হবে, ক্ষমতার জাহির করতে করতে

কিছু যে আর অবশিষ্ট নেই গোঁসাই

তোমার বাঞ্ছারামের বাগান শূন্য...

এতগুলো শ্মশান,এতগুলো কবরস্থান

খুরপি আর নিড়ানির সঙ্গে হাজার হাজার চাষীরা

ঘুমুচ্ছে, নদী পর্বত সমুদ্র সব ঘুমুচ্ছে

সম্ভবত যে ঘুম আর ভাঙবে না

রাজত্ব ও রাজকন্যা তুষারঢাকা শৃঙ্গ এখন ...

শেষকথা, শেষকথা তবে কি?

যুদ্ধ নয়, যুদ্ধ নয় আর কখনো নয়

মানবতা ধ্বংস হয়ে যায় ...











অঙ্কুরীশা ই ম্যাগাজিনে প্রতিদিন বিভাগে  যুদ্ধ বিরোধী কবিতা প্রকাশিত হচ্ছে। তাই এই বিভাগে আপনার মৌলিক ও অপ্রকাশিত দুটো কবিতা পাঠিয়ে দিন।  মনোনীত হলে অঙ্কুরীশা-র পাতায় প্রকাশিত হবে। 


ankurishapatrika@gmail.com




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন