রবিবার, ২০ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৪১।। সাতকর্ণী ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





বসন্ত এসে গেছে -৪১

সাতকর্ণী ঘোষ


বসন্ত আসেনি এখনো 


যদি বসন্ত এসেছে বলো

তবে বলব রাশিয়ায় ফোটেনি ফুল

ইউক্রেন শীতের চাদরে ঢাকা 

হলুদ পাতার ফাঁকে বারুদ গন্ধমাখা

এখানে পলাশ এখানে শিমুল 

মহুয়ারা লালে লাল

সূর্যও বেশ হাসছে দু'গাল


বলি শোনো অযোধ‍্যা শোনো শোনো শান্তিনিকেতন 

ইউক্রেন শুধু নয় রাশিয়াতেও 

কিছু পলাশ শিমুল পাঠাও

লাল হলূদ হাসিতে বসন্ত আসুক 

সব শিশুরা ফুলে ফুলে উড়ুক

সব নারী- পুরুষ প্রেম নিয়ে 

আর গান নিয়ে 

যুদ্ধ যুদ্ধ লড়ুক

বন্দুক থেকে বুলেট নয়

কামানের গোলা নয়

বেরিয়ে আসুক ফুলের তোপ

ওই সবখানে বসন্ত এলে

তবেই না আমাদের বসন্ত 

সুর পাবে রঙ পাবে 

পাবে প্রেম সর্বত্র








1 টি মন্তব্য:

  1. খুব সুন্দর কবিতাটি। মানবিক আবেগে ভরা।
    সত্যিই যুদ্ধ থামাতে গেলে বুলেট নয় ফুলের দরকার।

    উত্তরমুছুন