বিশ্ব কবিতা দিবস-১
সৌম্য ঘোষ
অনুভব
- এমন তো আগে ঘটেনি!
উঁকি মেরে দেখি -
ভেতরে কেউ নেই
গরম হাওয়া নেই
ইঁদুর, বেড়াল - কিচ্ছু নেই,
তবু মনে হলো -
দীর্ঘশ্বাস।
মনের মধ্যে ঝড় -
দরজা খোলার এত তাড়া!
বাইরেটা বড্ড গুমোট,
অথচ কী সবাক!
এগিয়ে যেতে সবার আগে
- এদিনও কি তাই?
অনুভব করেছি -
আছ আশেপাশে,
আজ ঢুকলে ভেতরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন