বসন্ত এসে গেছে -৩৮
সৌম্য ঘোষ
বসন্ত
ভোরের শিরশিরানি, মুকুলের গন্ধ
যতই বলুক -
সে এসেছে,
সে আসেনি।
চায়ের বাষ্পে চোখ ঝাপসা হয়ে আসে
মাটিতে মিশেছে পলাশ - শিমুলের রঙ
কোকিল ডাকেনি
টিভিতে শুধুই
কান্না - হাহাকার।
ওদের আকাশে বোমারু বিমান
ঠিকানা লেখা মিসাইল
ধ্বংসস্তূপের উপর সাঁজোয়া গাড়ি,
বহুদূরে কাগজের পাতায়
শান্তির সমাধি।
আমাদের মাটিও ভিজে
-তাজা রক্ত, তাজা প্রাণ।
ঋতুর মত বদলায় রহস্য।
রক্তস্রোতে বয়ে যায় বসন্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন