বসন্ত এসে গেছে -৩৭
রা খ হ রি পা ল
আমার বসন্ত
তখনও বাতাস অভিমুখ ছেড়ে কলসিতে জল ভরেনি
তখনও পলাশ ফুটি ফুটি করে আলোতে পাপড়ি মেলেনি।
তুই ছিলি বেশ উচ্ছল ডানা জ্যোৎস্না মাড়ানো নির্যাস
আমার দুয়ার হাটখোলা ছিল ঝড় জল বারমাস
কেন যে বিভোর দোর খুলে দিয়ে ডুব দেয় ঘোর অজানায়?
কেন যে ক্ষণিক ক্ষত এঁকে বুকে স্থির হয় স্থায়ী ঠিকানায়?
হোঁচটের নামে ছল করে তুই ব্যাথা ক্ষতে ঠোঁট ছোঁয়ালি
না বোঝার আগে আগুন ছড়িয়ে ফাগুনের ডাক দেওয়ালি।
এক ঝাঁক পাখি কলরব করে উড়ে গেল দিশাহীন
সেই থেকে শুরু পুস্পবৃষ্টি ঝরে গেল সারাদিন।
সেদিন আকাশে তন্দ্রা এল না লালিমা গড়াল দূর
ছায়া নেচে নেচে বহুদূর ভেসে বাঁক নিল রোদ্দুর।
Narayan Chandra Das
উত্তরমুছুনঅনবদ্য।
অপরিমেয় সুন্দর
উত্তরমুছুন