বুধবার, ২ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৩।। তৈমুর খান।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



বসন্ত এসে গেছে -৩

তৈমুর খান 


আর একটি বসন্ত



নখের হলুদ দাগ এখনো জেগে আছে

শিয়রে ফুটেছে ফুল, পাখিরা ডেকেছে

স্বপ্নের মুকুট পরে আমি 

রোজ আসি তোমার নিকটে।

রঙিন আঙুলের স্পর্শগুলি 

সাজিয়ে রাখি স্মৃতির বাগানে।

আবার যদি নীল জ্যোৎস্না হাসে

আমরা উড়ে যাব বাসন্তী আকাশে।

তুমি চুল এলোমেলো পরি

 আমি যুবক মুসাফির

আলোয় আলোয় খুলে যাবে দ্বার

আমাদের নতুন পৃথিবীর।







জীবন


স্বপ্নের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে 
                                        জীবন চলে যাচ্ছে
                   জীবনকে কী নামে ডাকব?

 জীবনের কোনও নাম নেই
 জীবনের কোনও বংশ পরিচয় নেই
 জীবন শুধু এক হাওয়া
 জীবন শুধু এক বসন্তকাল

 পৃথিবী শুধুই যন্ত্রণার হাসপাতাল নির্মাণ করে
 আকাঙ্ক্ষারা হাসপাতালের নার্স
 প্রেম হাসপাতালের ডাক্তার

 জীবনের অসুখ সারে না কখনও
 শুধু  কোকিলের ডাক শুনে শুনে
                              জীবন উদাসীন হয়...














৬টি মন্তব্য: