অমর একুশে -২৭
সুজন দাশ
জাগি উদ্ভাসে
ওরা চেয়েছিল কেড়ে নেবে ভাষা,
বানাবে সবারে দাস আর চাষা।
দম্ভে লুটবে ন্যায়!
ভাষার উপরে এ হেন আঘাত
মানেনি বাঙালি আসে প্রতিবাদ
নামে রাস্তায় অসীম সাহসে
বিপ্লবী চেতনায়।
ইতিহাসের ঐ মাহেন্দ্রক্ষনে,
জেগে উঠে জাতি আলোকের রণে!
অবাক বিশ্ব দেখে,
রক্ত চক্ষু উপেক্ষা করে
সব পেশাজীবী এক জোটে লড়ে!
ভাষার জন্য দিয়েছে রক্ত
রাজপথে একে একে!
মায়ের ভাষার ফিরিয়েছে মান,
এনে দিল বহে সেরা সম্মান
পৃথিবীর ইতিহাসে,
একুশের সেই মহান দিবস
বাঙ্গালিরে দেয় প্রেরণার রস
পালে দেশে দেশে ভাষার দিবস
আলোকিত উদ্ভাসে।
রফিক সালাম জব্বার ওরা
হৃদয় আসনে শ্রদ্ধায় মোড়া
দীপশিখা হয়ে জ্বলে,
কাল থেকে কাল তাঁরা জ্বালে আলো,
জাগায় মননে মুছে দেয় কালো!
মাথা উঁচু করে দাঁড়ানোর কথা
ওরা এসে দেয় বলে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন