অমর একুশে -২৬
জয়শ্রী সরকার
১.
একুশ মানেই
একটি দিনের একুশ তো নয় , একুশ সারাবছর
ভাষাশহিদ দিবস মানেই সত্যি প্রাণের বাসর ।
এই ভাষাতেই কাঁদি-হাসি , প্রাণের পরাগ মাখি
এই ভাষাতেই স্বপ্নসুখে দুঃখ-দৈন্য ঢাকি !
ভুলতে গেলেই ভোলা কী যায় নিজের মাতৃভাষা?
এই ভাষাতেই স্বপ্ন দেখি প্রাণের বাংলাভাষা ।
একটি দিনের একুশ তো নয়, একুশ জীবন জুড়ে
ভাষাশহিদ দিবসকে তাই রাখবো হৃদয়পুরে !
বাংলা মায়ের দামাল ছেলে রবীন্দ্র-নজরুল
এই ভাষাতেই আগুন-আলোয় ফোটাচ্ছিল ফুল।
একুশ মানেই প্রাণের ভাষা ভায়ের রক্তে লাল
একুশ মানেই ভাষাশহিদের স্মরণ করার কাল !
একুশ মানেই মনের মাঝে আমরা অকুতোভয়
একুশ মানেই বিজয়োল্লাস , ভাষাশহিদের জয় ।
একুশ মানেই ভাষার ফাগুন , জুড়ায় সবার প্রাণ
একুশ মানেই অমল বাতাস মিষ্টি মধুর ঘ্রাণ !
একুশ মানেই আলোর দিশা নতুন চর্যাগান
একুশ মানেই অসীম আকাশ উড়ন্ত এক প্রাণ।
একুশ মানেই ভোরের আজান , মোহন বাঁশির সুর
একুশ মানেই সন্ধ্যাপ্রদীপ , আনন্দে ভরপুর !
২.
শ্রদ্ধাঞ্জলি
মনেরই খুশিতে বলে যাও আজও ভিনদেশী যত বুলি
প্রাণের গভীরে নাড়া দিয়ে বলো-- বাংলাটা যেন না ভুলি !
এপার-ওপার আজো বেঁচে আছে বিভেদের রেখা ভুলে
বাধাগুলো সব ম্লান হয়ে গেছে রবীন্দ্র-নজরুলে !
শহিদুল্লার কবিতা আমায় শিখিয়েছে ভালোবাসতে
এই ভাষাতেই মরণ-বাঁচন, শিখেছি আমি তো হাসতে !
চেনা মুখগুলো জ্বলজ্বল করে ভাষাশহিদের শোণিতে
গভীর মননে ধ্যান করি আমি একুশের শুভ ধ্বনিতে !
ঠিকানা আকাশ, চিঠি লিখি আমি ভাষাশহিদের নামে,
ঘুমাও তোমরা , শান্তিতে সব শুভকামনার খামে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন