রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -৩৪।। বিশ্বজিৎ রায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




অমর একুশে -৩৪

বিশ্বজিৎ রায় 



নতুন প্রাণ 


ঝরঝর করে  বুলেট ঝরে পড়েছিল সেদিন 
মায়ের শরীরজুড়ে,  
একুশের ঢাকায় আর উনিশের  শিলচরে,  
রক্তস্রোতে ভেসেছিল মায়ের বুক, 
কান্না এসে জড়িয়ে ধরেছিল সব সুখ---

শপথ নিয়েছিল  রক্তমাখা মাটি,  
মায়ের হাতে দানা খাওয়া  পাখি 
পশ্চিমবঙ্গ, আসাম, খুলনা, যশোর
লালমাটি, কালোমাটি, গ্রাম-শহর---

বাংলা প্রাণে নতুন করে জন্ম নিয়েছিল  
রক্তেরাঙা  ভাষা, 
আকাশে নতুন ছন্দে উড়েছিল 
নতুন দিনের আশা,
মুছে দিয়ে সব হতাশা...

সে'ভাষার শরীরে  এখন বৃষ্টি-মধু ঝরে
ঘরে ঘরে  নতুন পতাকা ওড়ে ---
বাঁশিতে বাজে নতুন দিনের গান,
নতুন পাতায় জাগে নতুন দিনের প্রাণ .... 









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন