অমর একুশে -৩৩
জয়ন্ত চট্টোপাধ্যায়
মাতৃভাষা
মায়ের রান্নার মতো বিকল্পহীন
প্রিয় পোশাকের অপরিহার্যতা
পিছল পথের উপর চেনা উঠোন
অচেনা মুখের ভিড়ে প্রিয় উচ্চারণ
তুমি মায়ের অন্য নাম।
শ্বাসকষ্টের কারণ খুঁজে দেখা
সব বাতাস প্রান্তরশুদ্ধ নয়
অচেনা ফুলের গন্ধে অনিদ্রার কাঁটা
অবলম্ব টেনে নেওয়া দৈনন্দিন
ভেজা চুপড়ির গন্ধ দেশভেদহীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন