অমর একুশে -৪৩
শ্যামাপ্রসাদ ঘোষ
১.
ভাষা ফুল ভাষা মালা
ভাষা মানে কোনো সুদূর অতীতে
এক মন উদগ্রীব,
ভাষা মানে ওড়া পাখির কথায়
সাড়া দেওয়া এক জিভ।
জাগরণ আর ঘুমের মধ্যে
নানা প্রশ্নের উঁকি,
সযত্নে রাখা ধুলোর ওপরে
কেটে রাখা আঁকিবুঁকি।
ভাষা মানে গতি এপ্রান্ত থেকে
প্রান্তে ছোটা নদী,
মাটির উপর পাতা যাপনের
মধ্যে ছড়ানো যদি।
এক বুক থেকে অন্য বুকেতে
বেঁধে দেওয়া এক সাঁকো,
ভাষা বলে, ভাই চোখ থেকে নিয়ে
আমাকে হৃদয়ে আঁকো।
ভাষা চলন্ত ভাষা ছুটন্ত
বেপরোয়া চঞ্চল,
কখনো উষ্ণ কখনো শীতল
কখনো চোখের জল।
ভাষা আনন্দ চলার ছন্দ
আঁধার অথবা আলো,
ভাষা ঠেলে দেয়, ভাষা টেনে ধরে
মন্দ অথবা ভালো।
ভাষা দিবসের ভাষা রাত্রির
ভাষা দুপুরের সাঁঝের,
ভাষা কৃষ্টির ভাষা সৃষ্টির
ভাষা অকাজের, কাজের।
ভাষা এক নয়, ভাষা অসংখ্য
ভাষা ফুল ভাষা মালা,
চির পুরাতন প্রতিবেশে ভাষা
ইস্কুল, পাঠশালা।
২.
ভাষা ভাবনা
বাংলা স্কুল ছেড়ে যেই না গিয়েছি
শহরে সি বি এস ই স্কুলে,
সকলে বলে দিল এবার রিক তুই
বাংলা ভাষা যাবি ভুলে।
আমিতো ভয়ে মরি বাংলা ভুলে গেলে
জীবনে থাকে কী বা বাকি,
মায়ের ভাষাটুকু মুখে না নিই যদি
জীবন হবে যে পুরো ফাঁকি।
অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান
সবই তো লেখা ইংলিশে,
ম্যামরা ক্লাসে বলে শুধুই ইংলিশ
বাংলা শিখি তবে কী সে?
আবার এও শুনি না শিখে ইংলিশ
যারাই হয়ে গেছে বড়ো,
চাকরি পেতে গিয়ে ওরালে বসলে
ভয়েতে কাঁপে থরো থরো।
বাবা মা বলেছে, বাংলা ভুলবি না
এখানে বাংলাও পড়ায়,
পড়বি লিখবি বাড়িতে বলবি
পড়বি গল্প ও ছড়া।
বাংলা ভাষাকে তুচ্ছ না ভেবে
হিন্দি ইংরিজি যদি,
শিখিস তবে তোর আখের ভালো হবে
বইবে আলোকিত নদী।
রাজ্য দেশ ব' লে এখন কিছু নেই
হাত রা এক দেশ ভেবে,
করবি পড়াশোনা তবেই আগামী
তোকেও ভালো ফল দেবে।
দাঁড়িয়ে নিজপায়ে বলবি বাংলা গো
তোমাকে ভুলব না আমি।
বলবি, অক্ষর কলমে এসো তুমি
তোমাকে করে দেব দামি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন