বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -৪৫।। শিখা ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




অমর একুশে -৪৫

শিখা ঘোষ


১.

মাতৃভাষা



বুকের মাঝে ছটফট করছিল কিছু,
যেন একঝাঁক চড়াই---
গুমরে আছে বক্ষ পিঞ্জরে,
মুক্ত হয়ে ডানা মেলতে চাইছে আকাশে।
বহু প্রচেষ্টায়,
     অনেক শহীদের রক্ত ঝরিয়ে,মুক্তি পেল একদিন, 
       মনের ভাষা, প্রানের ভাষা, বাংলাভাষা হয়ে
মুক্ত বিহঙ্গের মত ছড়িয়ে পড়ল দিকে দিকে,
দেশে  বিদেশে মান্যতা পেলো সেই ভাষা।
সেই স্বাধীন ভাষা আত্মপ্রকাশের দিনটি--
          একুশে ফেব্রুয়ারি হয়ে ফিরে আসে বার বার।






২.
আ-মরি বাংলাভাষা



"মোদের গরব - মোদের আশা"
    আমাদের মাতৃভাষা-বাংলাভাষা।
বাংলায় গাওয়া গান-
রক্তে লহর তোলে শত কোকিলের কুহুতান।
বাংলায় বলা কথা-
বুকের মাঝে দ্রিম দ্রিম রবে মাদল বেজে ওঠা।
এই ভাষাতে  ভাবতে বসা--
দেহের প্রতিটি কোষ সুগন্ধিত বকুল হয়ে যাওয়া।
বাংলা ভাষা শুনতে পেলে--
চারিপাশের রঙিন প্রজাপতিরা ওড়ে ডানা মেলে।
বাংলাভাষায় আলোচনা সভা--
যেন তৃষ্ণার্ত ধরার বুকে অঝোর ধারাপাত।

এই ভাষাকেই স্মরণ করায়--একুশে ফেব্রুয়ারি,
বছর বছর সেই দিনটির জয় ধ্বনি করি।









২টি মন্তব্য: