অমর একুশে -৩
শ্রাবণী বসু
১
ভাষা
যে ভাষাটি আকাশের গায়
যে ভাষায় নদী হেঁটে যায়
সেই হোক হৃদয়ের ভাষা।
যে ভাষাটি গাছেদের পাতা
যে ভাষাটি নীল নীরবতা
সেই হোক হৃদয়ের ভাষা।
যে ভাষাটি পথে পথে ঘোরে
যে ভাষাটি পাখি হয়ে ওড়ে
সেই হোক হৃদয়ের ভাষা।
যে ভাষাটি চোখে মাখে রঙ
ফুলেদের রাজকীয় ঢঙ
সেই হোক হৃদয়ের ভাষা।
যে ভাষাটি বুকজোড়া শ্বাস
বসন্তের দখিনা বাতাস
সেই হোক হৃদয়ের ভাষা।
২
অবিমিশ্র ভাষা
কোথাও তো আছে নিশ্চয়ই
সুর লাগা নদী
আলো ফেরা রোদ
পাতার পোশাক পরা বন।
শান্ত শিশিরের চুপকথা,
ঝরনার ঝিরঝির গান,
মেঘেদের জলছবি মন।
পাখি-ভাষা -
কে শেখাতে পারো?
দাম দেবো, জন্ম অজস্র,
দুইবেলা রোদস্নান করে
অক্ষরে পেন্সিল ঘষে ঘষে
শিখে নেবো ভাষা অবিমিশ্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন