অমর একুশে -২
অজিত বাইরী
বসে আছি জলের কিনারে
বসে আছি জলের কিনারে, জলের কল্লোল
শুনবো বলে।
ঢেউয়ের পিছনে আসে ঢেউ, ফিরেও যায়;
বিরাম নেই আসা-যাওয়ার; তবু সম্মোহনে
বসিয়ে রাখে অকূল জলরাশি।
মানুষ চিরকাল বিস্ময়ের করেছে দাসত্ব;
দরজা খোল, দরজা খোল বলে নিঃশব্দ চিৎকারে
গলা ফাটিয়েছে জগৎসংসারে।
একের-পর-এক রহস্যের দরজা উন্মুক্ত হলেও
আড়াল করে রেখেছে শত সহস্র দরজা।
বসে আছি জলের কিনারে, জলের কল্লোল
শুনবো বলে।
খুব ভালো কবিতা পড়লাম দাদা
উত্তরমুছুনসুন্দর কবিতা।
উত্তরমুছুন