রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -১৯।। তন্দ্রা ভট্টাচার্য্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



অমর একুশে -১৯

তন্দ্রা ভট্টাচার্য্য



১.

তিয়াসা 


আমি  ক অক্ষর লিখে কান্না চেপে রাখি 

কবিতা  দিয়ে কাব‍্য করে রাখি।
 ক অক্ষর দিয়ে আমার  কুঁড়েঘর ঘিরে।
চড়ুই  ডাহুক  ঘেঁটুফুল আর  শাপলা খালে বিলে।
খালি পায়ে কিশোর  এক করে ডাঙা ডহর।
দৌড়ে পালায় ফড়িংয়ের ইশারায়।
বিবাগী মন কার প্রেমে কখন  নিজেকে হারায় !
রং আর তুলি নিয়ে  আঁকি যখন গরিবের ঘর।
চারিদিকে তখন প্রশংসার অপরূপ ভাষা সাগর।
ও  বন্ধু  বাস করে যাও কদিন এই ছবিঘরে।
বুঝবে গাছ আর মাটির সহবাস মানুষের অনভ‍্যাস
গৃহ আমার  তালগাছে বাবুইবাসা ।
আমার  ভূমিষ্ঠ সুখের নাম 
আমার  নিজস্ব অভিমানের  ভাষা তিয়াসা।



                 

২.
দেশ বিদেশ 
             
কত দেশ বিদেশ ঘুরেছি আশ মিটেছে চোখের।
কঠিন  তৃষ্ণার্ত  হয়ে চেয়েছি জল অন‍্য ভাষাতে।
সবাই  বলেছে হাইড্রোজেন অক্সিজেন মিলেই জল
সব জায়গায় পিপাসায় সফল।
আমি  বলেছি তফাৎ  আছে বিন্দু আর সিন্ধুতে।
 বোঝে কী নিন্দুকে? 
চিৎকার  করেছি  মা মাগো মা জল দাও মা?
আমার  তৃষ্ণা মেটাতে আমার  মতো করে বাঁচতে।
নিজের সীমানায় প্রদক্ষিণ করে পূর্ণ  হলো ভ্রমণ।
মায়ের মতো কেউ  কী হয় সহস্র পৃথিবী মন ?









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন