ভালোবাসার কবিতা -৩
অহনা দত্ত
ফিরে আসা
সেই যে তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে,
দেশ সেবার নিমিত্তে চলে গেছিল তার প্রেমিক।
কথা দিয়েছিল ফিরে আসবে সে।
প্রতিজ্ঞা রেখেছিল, ফিরে এসেছিল,
কিন্তু পায়ে হেঁটে নয়, কফিন বন্দী হয়ে।
মেনে নিতে পারেনি তার প্রেমিকা,
প্রেমিকের প্রত্যাবর্তনের ধরনটা।
জীবিত শরীরে মৃত মন নিয়ে আজও সে বর্তমান।
বিধবা মায়ের আর্শীবাদ নিয়ে
রওনা হয়েছিল সেই প্রেমিক।
জানতনা তারা, এটাই যে শেষ সাক্ষাৎ।
অশ্রুস্নাত চোখে আর শীলাসম মনের জোরে,
তিনি বিদায় জানিয়েছিলেন পুত্রকে।
মাসখানেক পরে কফিন সজ্জায়,
ছেলের বাড়ি ফিরে আসা
আবারও উস্কে দেয় সেই পুরোনো স্মৃতিকে।
তার মতো তার পিতাও ফিরে এসেছিল,
একইভাবে, নিদ্রিত অবস্থায়।
Very nice, wow
উত্তরমুছুন