শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায়...প্রথম নায়ক নেতাজি -২।। দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।।Bengali poem in literature।।

 





প্রথম নায়ক নেতাজি -২

দুরন্ত বিজলী



হে প্রিয় নেতাজি



তুমি বীর নেতাজি সুভাষচন্দ্র!
বাবা-মায়ের মনটি গাঁথা হৃদয় মাঝে
শিক্ষাগুরু বেণীমাধববাবুও আছেন, আদর্শ যে,
তারপর তো স্বামী বিবেকানন্দের অমর বাণী,
পেয়ে গেলে আলো। তীর্থ ঘুরে পেয়ে গেলে
মন্দভালো, মাটি ও মানুষকে চিনতে চিনতে
এগিয়ে গেলে রূপোলী চামচ ফেলে দিয়ে শুকনো
রুটির থালায়। দেশমাতৃকার মুক্তির জন্য ছদ্মবেশে
পাড়ি দিলে দিল্লি কাবুল জার্মান ইতালি মস্কো জাপান...

লড়াই হল, নৃশংস শাসকের সাথে।
লড়াই করে বুঝিয়ে দিলে
হীনবল নয় ভারতবাসী,
ভারতমাতার শৃঙ্খল মোচনে  লড়তে পারে।

শৃঙ্খল ভাঙতে গিয়ে আছাড় খেয়ে পড়ল
আজাদ হিন্দ বাহিনী।
পরাজয়ের ভেতর জ্বলে উঠলো
জয়ের বাণী।

স্বাধীন হল ভারতমাতা দু'বছর পরে,
হারিয়ে গেল রাজপুত্তুর কোন সমুদ্দুরে!
আজো প্রশ্নচিহ্ন আঁকা মৃত্যুদিন,
হায় নেতাজি সুভাষচন্দ্র! অক্ষয়, তুমি অমলিন।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন