প্রথম নায়ক নেতাজি -১
তৈমুর খান
হে নেতাজি
বারবার উৎসুক হয়ে উঠি:
তুমি কি আমার ভিতরে জেগে আছো?
সব কল্লোলের বাক্যে দেশের আবেগ
বীর্যের তীব্র অভিযানে মুগ্ধতা আনে
দুর্বার স্রোতের টানে নম্র সমর্পণ
বিকল্প বুঝিনি কিছু আর কারো কাছে।
স্বাধীনতা নিয়ে রোজ পথ হাঁটি
সব সংকীর্ণ পথে কেউ নেই আর
তোমার মতন অবিসংবাদী;
সময়ের কণ্ঠস্বরে বেজে ওঠে ধ্বনি
মনে হয় চিনি কতকাল ধরে
আমরাও প্রজন্ম প্রজন্ম সংগ্রামী।
রক্ত দিতে দিতে রাঙা এভুবনে
সব রক্তের দেশে তোমার জন্মের কাহিনি
সভ্যতার ইতিহাস লিখে রাখে;
আর সেই আজাদ ফৌজ সংগঠিত হলে
আমরাও যুদ্ধে যাই, সমস্ত জীবন যুদ্ধ
আমাদের বেঁচে থাকা পৌরুষের নব দীপ্তি পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন