রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায় শ্রদ্ধার্ঘ্য... প্রথম নায়ক নেতাজি -৯।। অরিন্দম চট্টোপাধ্যায়।। ANKURISHA।। E.Magazine।। Bengali poem in literature।

 




প্রথম নায়ক নেতাজি -৯

অরিন্দম চট্টোপাধ্যায় 


স্বপ্নের জন্য জেগে থাকা


একটা স্বপ্নের জন্য জেগে থাকা

দুটো দীপ্ত চোখের জন্য প্রত্যাশা

চরাচর জুড়ে মেঘে ঢাকা আকাশ

অনন্ত পথ পাড়ি দিয়ে অন্বেষণে

একটা আলোকবর্তিকা... 

তবুও দেখা নেই

প্রতীক্ষায় থেকে থেকে 

হৃদয় যেন সুতানের গহিন অরণ্য

চারিদিকে আঁধার আর আঁধার


তবুও তো তুমি আলোক রেখার

খোঁজ  দেখিয়েছিলে

অনেক মনান্তর ছিল

যোগ্য সম্মান অধরাই ছিল

তার জন্য হাহাকারও ছিল না

তুমি তো সব কিছুরই ঊর্ধ্বে 

তুমি নিস্তব্ধে হেঁটে গেছো

এই ভূমি সাগর উপত্যকায়

ক্রমে ক্রমে রহস্যবিন্দুতে মিলিয়ে গেছো


এখনও একটা স্বপ্নের জন্য জেগে থাকা।








1 টি মন্তব্য: