শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায় শ্রদ্ধার্ঘ্য... প্রথম নায়ক নেতাজি -৮।। মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






প্রথম নায়ক নেতাজি -৮

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া




 আবহমানের মুখ      

   

আপনভোলা পাগল করা চাওয়া

তাকেই তুমি স্বদেশ বলে জানো

তাকিয়ে আছে মাটির ঘন মুখ

চোখের আকাশ রৌদ্রে জড়ানো


বোবা ঠসা এক ইতিহাস পড়ে দেখি

ফুলকি উড়ছে সবুজ পাতায় ঘাসে

যতবার করে পোড়ে সেই ইতিহাস

জ্বলে যায় ভুল তোমার নামের পাশে

আগুনকে কি পোড়াতে পেরেছে দাহ?

ছাই থেকে ফের জন্মায় আশ্বাস


মানচিত্রে হারিয়ে গিয়েছো কবেই

নাম ধরে তবু ডাকে প্রিয় দেশ,মাটি

অলীক যোজন যত হাঁটো ছায়াপথ

স্বদেশ তোমার বুকের নীল তারাটি


কতবার তুমি ফিরতে চেয়েছো বলো

কতবার তুমি ফিরে ফিরে এসেছোও

অপেক্ষা তবু অপেক্ষা উৎসুক

গভীর অসুখে ডুবে থাকা দেশ জানে

অসম্ভবের সম্ভাবনায় আজও

তোমার ফেরার আ-ব-হ-মা-নের মুখ...












                             



                             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন