শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায়...জায়মান জীবন -৬।। বাবলু গিরি।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



জায়মান জীবন -৬

বাবলু গিরি 



শেষ ও শুরু

                             

যাঃহ!  চলে গেল

অবনীর পর্যেষণে, সূর্যের সংসারে 

365 টি দিন রণক্ষান্ত হলো।

চলে গেলো বছর অসমাপ্ত অন্বেষণ,

আবার শুরু হলো ঘূর্ণন 

বয়ে আনো সমিধ যেতে হবে যজ্ঞভূমে।

অংহসংঘের প্রায়শ্চিত্ত করে করে,

রোশনাই হতে হবে রণঞ্জয়ে।


বাঃহ! এসে গেলো 

অমৃতের বছর, আবার শুরু হোক রণপ্রণয়। 

শান্তি বয়ে আনো মানবের বাসস্থানে।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন