জায়মান জীবন -২৪
দেবাশীষ মুখোপাধ্যায়
অন্ধকারের পাশে দাঁড়িয়ে আছে জীবন
অন্ধকার থাকেই
তার বুক চিরে এক আলোও থাকে
জীবন জানে সে প্রতীক্ষা
আশার কাঁপন দিয়ে সাজানো সে পথ
জীবনখেকো সময় বার বার মাথা তুললে
সজাগ আবেগের সতর্ক চলা
সে বেশ কষ্টের যাওয়া
নিজেকেই যেন নিজের থেকে আলাদা করে রাখা
রাস্তায় শুয়ে থাকা পাগলটা ও সব বোঝে না
দু মুঠো ভাত চায় রোজ
তার কাছে জীবন মানে রাস্তা বদলানো
অন্ধকারের বুক চিরে আসা আলোয় সাজে তার ফুটপাত প্রতিদিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন