জায়মান জীবন -২৩
সৌম্য ঘোষ
বর্ম
কান্না নয়
হাসি নয়
কোনো আবেগ নয়
শুধুই এক পোশাকি বর্ম -
বাইরে যতই দুর্ভেদ্য,
ভেতরে যেন হরপ্পা-মহেঞ্জদারো ।
এ এক অসম লড়াই,
সব শেষে নিজের সাথে ।
একা একা ঘরে ফেরা
বর্ম ছেড়ে জড়িয়ে নেওয়া
নিশুতি রাতের চাদর,
গুলিয়ে ওঠে
সারাদিনের জমা অসহায় ক্লান্তি
-
এ ক্লান্তি ক্ষান্ত করে না,
বাড়িয়ে দেয় না করা আক্ষেপ
এগিয়ে দেয় আরো একটা দিন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন