জায়মান জীবন -১৬
অশোককুমার লাটুয়া
কুয়াশায় ভেজা বাসি রুটি
এককাপ পৃৃথিবী
চায়ের উষ্ণতায় বশীকরণ চুমুক দিতে দিতে
খবরের কাগজের হেডলাইনগুলোকে সংশয়ে চেটে খেতে খেতে
কেটে যাচ্ছে ঘুনসি পরা দিন
ঘুমহীন মাথাখারাপ রাত।
রক্তহীন বিরক্ত জীবন একঘেঁয়ে মাছির মতন -- আবার ওমিক্রন।
সেই তো ব্যথিত চোয়াল রোমন্থন আগের মতন।
দুপাটি কঙ্কাল দাঁত খুলে রেখে কাঁচের জলে
এগিয়ে যাচ্ছি শেষ চুম্বন অবাধ্য আগুনের দিকে।
-- একেই বলে উদ্বর্তন!
মলাটের বন্ধনীতে যাপিত পুরনো অক্ষর -- রয়ে গেছি সেই একই সংস্করণ।
ঘুণপোকা খেয়ে যাচ্ছে স্বপ্নের চোখমুখ হাড়গোড়সুদ্ধ।
কোথাও নেই মিঠে স্বাদ সত্ত্বায় : নেই কোনো হাতছানি
আকর্ষণীয় সংযোজন।
আর কোনো হরিণী বেড়াতে আসেনি এদিকে ভয়হীন
বনের বিকেলে।
সেই শাক-ভাত-আলুসেদ্ধ - নিরামিষ বনভোজন।
সেই চারদেয়ালের মাঝে মনমরা নদী
থোড়-বড়ি-খাড়া, কুয়াশায় ভেজা বাসি রুটির মতো আধখানা চাঁদ।
...যায় যায় দিন মারখাওয়া ক্রীতদাস জায়মান এ জীবন
গ্রিটিংসকার্ডবিহীন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন