জায়মান জীবন -৫
শিবাজী সান্যাল
এ যেন রঙধনু
একটি সমুদ্র চাই
দিগন্তে ছোঁবে আকাশনীল
জলরাশির অনন্ত যৌবনে মুগ্ধ শান্ত প্রবাহে
দিনশেষে রাঙিয়ে প্রান্তর গর্ভে নেবে রক্তিম সূর্য
বালুকা বেলা থেকে সেই দৃশ্য
দেখব আমি প্রতিদিন।
চাই একটি সবুজ বীথি
সারি সারি বৃক্ষের উৎসব, পল্লবিত হিল্লোল
এক ঝাঁক পাখির কূজনে মাতোয়ারা সমীরণ
ক্লান্ত পথিক এসে বসবে ছায়ায় শীতল মৃত্তিকায়
চাঁদও জেগে রবে সারারাত, শুনবে অবাক
শিশির সিক্ত সবুজ পাতাদের নানা কথা।
চাই এক শ্রাবণের ঘনঘটা
বারিধারায় ভরে দেবে তৃষ্ণার্ত শস্যক্ষেত্র
বন্দরে এসে ভিড় হবে জেলেদের নৌকো
ঝমঝম বর্ষণ , বাতাসে কাঁপবে জানালা থরথর
বৃষ্টির মৃদঙ্গ, চমকিত বিদ্যুৎ, জাগাবে শিহরণ
কাছে টেনে নেব তোমাকে।
খুব সুন্দর হয়েছে কবিতাটি। অপূর্ব।
উত্তরমুছুন