সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায়...জায়মান জীবন -২।। রবীন বসু।।Ankurisha।। E.Magazine। Bengali poem in literature।।

 




জায়মান জীবন -২

রবীন বসু


১.

ফড়িং জীবন


ফড়িং জীবন নিয়ে এই যে প্রভূত বিস্ময়

আলোকিত ঘাসফুল আর মাঠের অবাধ

আমাকে সান্ত্বনা দেয়, সমাহিত বেঁচে থাকা

জায়মান পৃথ্বী কাঁপে, কম্পিত প্রত্যাশা

আগ্রহ আকুল হলে বনের সবুজ

কোথাও গাঢ়তা পায়, কান পাতে নীরব

রহস্য গভীরে গিয়ে জড়িয়েছে মায়া

আমি তার হাত ধরি, বেঁচে ওঠে ফড়িং জীবন।




২.

আবহমানে বাঁচা


জায়মান জীবন থেকে উৎসারিত আলো

প্রাণের স্পন্দন ঘিরে মোহময় স্মৃতি

অনন্তের জন্মক্ষুধা আবর্তিত সময়ের রথ

নিজস্ব গমন দ্যাখে, দেখে নেয় আবিশ্ব ভ্রমণ

পথ থেকে পথান্তর যাত্রা মাখে সমূহ বিস্ময়

জীবন শিকড় খোঁজে, সম্পর্কের জল

স্নেহের স্পর্শ আর প্রেমের উত্তাপ; 

এই সেই চালচিত্র, আবহমানে বাঁচা !




৪টি মন্তব্য:

  1. আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই সম্পাদক মহাশয়কে। সুন্দর পোস্টার হয়েছে।🙏

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর। খুব ভাল লাগল।

    উত্তরমুছুন
  3. "ফড়িং জীবন" ভীষণ সুন্দর। "যদিও আবহমানে" বাঁচা অবশ্যই সুখপাঠ্য।

    উত্তরমুছুন