রবিবার, ২ জানুয়ারী, ২০২২

আজ থেকে প্রকাশিত হল... অঙ্কুরীশা-র পাতায় 'জায়মান জীবন' বিষয়ক কবিতা। আজকের কলমে— মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


জায়মান জীবন —১

মণিদীপা বিশ্বাস কীর্তনীয়া



 পৃথিবী নামের ছোট গ্ৰাম 


স্নান করে উঠে এলো পৃথিবী নামের ছোট গ্ৰাম

আবহে ভগ্নকাল অন্তহীন নদীদের নাম

জলে ধোওয়া কচিমুখ বহুদিন অসুখের পর

নীল রোদে ভিজে আয়ু হেঁটে যায় পথ -প্রান্তর

ভয়ের ধারালো হাওয়া ভাসিয়ে দিয়েছে ঘরদোর

মাটির নৌকো ভাসে গহীন জলের নাও বদর বদর

মনখারাপের মোম গলে গেছে আজ সব ঘরে

পাখিরা উড়ছে খুব ফুলের পালক ঢাকা শহরে শহরে

ছাই আর ভাঙনের আদমসুমারী হোলো ঢের

রোগা হাত উঠে এসে বীজ বোনে ফের

জ্বালিয়ে দিয়েছে ডানা গান স্বপ্নলোক

জ্বেলেছে পাঁজরে বেঁধা গতদিন,অনর্থ শোক

নিভে যায় পাছে এই পৃথিবীর রহস্য-রাত

মানুষই বাড়ায় দ‍্যাখো আধপোড়া ডানা

আর ভালবাসামাখা দুইহাত।











এই বিভাগে আপনিও  আপনার মৌলিক ও অপ্রকাশিত কবিতা পাঠান। (মেল বডিতে টাইপ করে) 

ankurishapatrika@gmail.com





                             

৫টি মন্তব্য: