শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায়... জায়মান জীবন -৩১।। দীপক বেরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



জায়মান জীবন -৩১

দীপক বেরা




ধ্যানমুদ্রা


দু'হাতের শিকল দিয়ে বেঁধে রাখি অন্তর্মুখী স্রোত
রিক্ততার মরা ঘাসে, গুল্মে তবু দোলা লাগে
স্নায়ুতন্ত্রের গোপন বাড়িতে উন্মাদ পাখিদের গুঞ্জন 
মৌমাছিরা উড়ে এসে ঠোঁটের ফাঁকে মধু ঢালে
যেন পৃথিবীর আশ্চর্য প্রেম এসেছে এখানে।

বেণুবনে আলো-আঁধারিতে আগুনের ফুলকি
চুলের মত সূক্ষ্ম, অথচ কী ভীষণ তীক্ষ্ণ 
অন্ধকারে ধোঁয়ার ভিতর জ্বলে তুষের আগুন 
সেঁকা হয় ঘামে ভেজা বিছানা-বালিশ
নিয়তির অজস্র বাঁকে কেবল দুরূহ কোণের সমাহার 
সমান্তরাল প্রেমের কোনো গল্প নেই সেখানে
রূপকথার শীর্ণ নদীতে তখন উন্মাদ রোদন
সুখ-বাষ্প উড়ে গেলে চাঁদের ক্ষরণ থেকে অশ্রু নামে 
বিছানার পাশে তার হাত-আঙুলেরা কোথাও নেই.. 

মধ্যরাতের ফুটপাতে নেড়ি কুকুরের তীক্ষ্ণ চিৎকার 
লোভী বিড়ালের গভীর ধ্যানমুদ্রা ভেঙে যায়! 











২টি মন্তব্য: