মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায়... জায়মান জীবন —১৩।। অমিত কাশ‍্যপ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literatureলিতেরাতুরে।।

 



জায়মান জীবন —১৩

অমিত কাশ‍্যপ



এক

প্রাতঃভ্রমণের পর নগেনখুড়োর চায়ের দোকান 

গল্পের কত বিষয় ছুটে যেত, এখন প্রবীণদের পর্ব

দৃশ্যপট পালটে যেত কৈশোর রোদে

গল্পের বিষয় ওই ছুটে চলা, এ টেবিল ও টেবিল 


চমৎকার শীতঋতু, সরষে যেন  পায়ের তলায় 

এক প্রবীণ বলেছিলেন, ভ্রম থেকে ভ্রমণ 

ভ্রমণের স্বাদ প্রাতঃভ্রমণ থেকে হতে পারে 

আবার ডুয়ার্সের জঙ্গলে সবুজের ঘ্রাণেও


ওই একটা দিনের পাশে একটা দিন 

লেগে থাকে যেমন, তেমন আমরা পাশে পাশে 

সব দিনই তো বেসামাল হাওয়া, বৃষ্টি, স্বজনহারা

আমরা তো এইভাবেই থেকেছি পাশে, প্রিয়জনের মতো 




দুই 


শোভনবাবু যেতে যেতে শোনালেন সেই আশ্চর্য কথা 

আজ আমার সঙ্গে আপনি যাচ্ছেন, কাল অন্যজন 

এটাই নিয়ম, মায়া বলে কিছু নেই, সে চলে গেল 

যে দিনগুলো চলে গেল, সেটা অতীত 


অতীত আপনিই নিরিবিলিতে চলে আসে 

চোখ বুজে তন্দ্রার মতো, বিলি কাটে মনে 

ওর ভেতর ভালোমন্দ, চমৎকার, উত্থান 

সব নিয়েই তো বেঁচে থাকা, সংসার


শোভনবাবু কর্নেল ছিলেন, সবসময় স্মিত হাসি

জীবনে না নেই, সব হ‍্যাঁ, বুদ্ধিদীপ্ত উত্তর 

কেমন যাবে নতুন বছর, ওই আজ যেমন 

আমি আপনার পাশে, আপনি  আমার পাশে।










1 টি মন্তব্য: