জায়মান জীবন -৪
লক্ষ্মীকান্ত মণ্ডল
১.
একদিন আপাত অসুখ
জলের দিকে তাকিয়ে চলে যাচ্ছি আপাত আর্দ্রতায়
দুহাত ভর্তি ক্লান্তি ছাড়া কোথাও কোনো নিদ্রাময়তা নেই
ভাঙা দেউল আর পাতাঝরা বৃক্ষের ফোঁকরে চুমু দেয়া চাঁদের অসুখ
অভাবী স্তনসকলের অন্তরাল ডিঙিয়ে চলে যাচ্ছি
মৌমাছি শিস আঁকা নীল আবেগের ভর সন্ধ্যায় –
নিবেদনে ওগো অস্থায়ী নাভি , ওগো চিন্ময় অশ্রু
ভিটেমাটি ও আকাশের মাঝে ভিজে যাচ্ছে খোলা চিঠি
মেষরাশির খানিকটা কর্কশ আর ধবধবে সাদার ভিতর
দীঘল শূন্য নিয়ে ব্রতকথা পড়ছে লুপ্ত কম্পাস
চারপাশে অনেক স্নায়ু অনেক উদাস আমার মুক্তির সময়ও –
মস্ত-প্রান্তর নিয়ে চিরকাল নদীরা শুয়ে থাকে একা
মরালী উড়ে যায় আজানুলম্বিত কুয়াশায়
২.
আহত একা যামিনী
কৌশিকী অমাবস্যার ভিতর নিস্পলক বৈরাগ্য প্রদীপ
আর আমি অন্ধকার করিডরগুলো পাহারা দিই দ্রুততম শ্বাসকার্যে
আমি তো সারথি নই ওগো পড়ন্ত মেঘ
আমি তো অপার্থিব নই অদিতির শস্যভূমি
মুখ ও দুঃস্বপ্নের ভিতর শুয়ে থাকা নির্লিপ্তে কালের সংকলন
আর কম্পিত আবেশে ছায়া খুঁজি মেলোডির
অনাদি রঙের প্রতিবিম্বে ঘন হয়ে আসছে আমার পাঁজর
জুঁইফুলের ব্যাসার্ধ নিয়ে শুদ্ধতায় অনন্ত সবুজ
আরও দূরে বাঁশবনী মায়া আর ঝিরিঝিরি সাঁতার
তাদের তরী ভাসিয়ে রাখি যামিনীগন্ধা বিষুবরেখায়
প্রাচীন এক পাখির শীতে মালকোশ বাজে – একা একা আহত সংহিতা।
খুব ভালো লাগলো দুটি কবিতাই।
উত্তরমুছুনঅনন্ত শুভেচ্ছা। ভালো থাকবেন।
মুছুনসুন্দর কবিতা উপহার। খুব ভাল লাগল। প্রিয় কবিকে আমার আন্তরিক শুভেচ্ছা অফুরান.. 🌹🌹💖
উত্তরমুছুনআন্তরিক শুভেচ্ছা আপনাকেও — ভালো থাকবেন।
মুছুনসুন্দর
উত্তরমুছুনশুভেচ্ছা অনন্ত।
মুছুনখুব সুন্দর লাগলো ৷
উত্তরমুছুনশব্দগুলো ভীষণ ভালো ৷
ধন্যবাদ। ভালো থাকবেন।
মুছুন