শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়... পৌষ এল ঘরে -৪১।। দেবাশীষ মুখোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।।Bengali poem in literature।।

 



পৌষ এল ঘরে -৪১

দেবাশীষ মুখোপাধ্যায়




১.

পৌষ বন্দিশ 


তুমি এলেই কুয়াশার সাথে আমার ভেজা যাপন
তুমি এলেই সকালের রোদে শরীরের সখ্যতা উষ্ণ
তুমি এলেই ছাদের লাল নীল হলুদ ফুলে কিলকিঞ্চিত
তুমি এলেই রসনা সবুজ খোঁজে তোমার বুকে
তুমি এলেই খেজুর রসে সকালের আলাপন
তুমি এলেই লেপের মহাকাব্যে আলুথালু মনন
তুমি এলেই প্রিয়তমার হাতে ধরা আমার উষ্ণ শীলন।



 
২.
পৌষের শিরদাঁড়ায় ঠান্ডা নামে


হাতটা শক্ত করে ধরলেই ভালোবাসা উষ্ণ হয়ে ওঠে
তিরতির কাঁপন তার সারা শরীর জুড়ে
এক অজানা বিলাওলে ভীমসেন বাজেন ভেতরে ঘরে
নদীর জলে আকাশ ভেসে যায়
ছেঁড়া ছেঁড়া মেঘ ঢুকে পড়ে আমারই বুকে
ভেজা ভেজা শরীরে রোদের মুরজ তখন
বাউরা মন লাল মাটির দেশে একতারা হাতে
পিঠে পুলির শোহরত তোমার কপালের লাল টিপে
হাতটা শক্ত করে ধরলেই প্রেমের ভবনশিখী পেখম মেলে শীতের ঋত্বিকে...










1 টি মন্তব্য: