বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়...পৌষ এল ঘরে -৩৯।। অশোককুমার লাটুয়া।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





পৌষ এল ঘরে -৩৯

অশোককুমার লাটুয়া 



ক্যানভাসে দৃশ্যভূমি

          

পৌষ মানেই পাকা ফসলের পাকাকথা। পৌষ মানেই চাদর সোয়েটার মাফলার টুপি 

উষ্ণতা খোঁজা নকশিকাঁথা।

পৌষ মানেই পিকনিক

পৌষ মানেই বেরিয়ে পড়া উটি কিংবা শিলংয়ে।

পৌষ মানেই পুষ্প প্রদর্শনী সার্কাসের তাঁবু সারিসারি।

পৌষ মানেই কাঠবেড়ালির রোদ পোহানো খেলা। পৌষ মানেই গল্প শেষ হতে না হতে

পার্কে প্রেমিকার হাতের গন্ধের স্বাদ মাখতে মাখতে না মাখতে  

পড়ে আসে বেলা।

পৌষ মানেই শীত শিশির ভেজা ঘাস

লজ্জা লজ্জা রং ভোরের গালে।

শীত মানেই চলকে পড়া খেজুররস

ঝাঁকেঝাঁকে যায়াবর পাখি

পিঠেপুলি পায়েসের পরব নতুন চালে।

পৌষ মানে পোষমানা পাড়ার মেয়েটি যেন ফিরে এসেছে আদুরে ঘরে।

পৌষ মানে আপশোষ

বিরহী যুবক প্রেমের যাত্রাপালা দেখে

ঝরাপাতার মতো নিজের দীর্ঘশ্বাস মাড়িয়ে মাড়িয়ে

ফিরতে না চাওয়া ইচ্ছায় ফিরে আসে ঘরে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন